ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় আক্রান্তদের চিকিৎসা হচ্ছে যেসব হাসপাতালে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
করোনায় আক্রান্তদের চিকিৎসা হচ্ছে যেসব হাসপাতালে

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা মাঝে মধ্যে কমলেও আক্রান্ত হওয়ার হার কমছে না। বরং তা বাড়ছে। যত বেশি পরীক্ষা করা হচ্ছে তত বেশি রোগী শনাক্ত হচ্ছে। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়েছে, দেশে নতুন করে ৫৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৫ জন।  

রোগী বেশি হওয়ার কারণে রাজধানীতে করোনা চিকিৎসার জন্য হাসপাতালের সংখ্যা বাড়ানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়েছে ঢাকার কোন কোন হাসপাতালে কোভিড-১৯ রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে।  

হাসপাতালগুলো হলো- 
কুয়েত মৈত্রী হাসপাতাল
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
সংক্রামক ব্যধি হাসপাতাল
ঢাকা মহানগর হাসপাতাল
রেলওয়ে হাসপাতাল
রিজেন্ট হাসপাতাল উত্তরা
রিজেন্ট হাসপাতাল মিরপুর
সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল
রাজারবাগ পুলিশ হাসপাতাল ও
লালকুঠি হাসপাতাল

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।