ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: না’গঞ্জের নমুনা পরীক্ষা এখন থেকে আইইডিসিআরে নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
করোনা: না’গঞ্জের নমুনা পরীক্ষা এখন থেকে আইইডিসিআরে নয়

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সম্ভাব্য করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের নমুনা সংগ্রহের পর এখন থেকে আর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) পাঠাবে না জেলা স্বাস্থ্য বিভাগ। এখন থেকে নারায়ণগঞ্জের নমুনা পাঠানো হবে জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানে (আইপিএইচএন)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ।  

তিনি বলেন, জেলা সিভিল সার্জন অফিস, জেলা প্রশাসন, নাসিকের চারটি অ্যাম্বুলেন্স ও ছয়জন টেকনিশিয়ান নমুনা সংগ্রহ করছেন নিয়মিত।

নারায়ণগঞ্জের খানপুর ৩শ শয্যা হাসপাতালে নমুনা সংগ্রহ করা হচ্ছে। এছাড়া আমাদের প্রতিটি উপজেলায় নমুনা সংগ্রহ করা হচ্ছে।  

‘এসব নমুনা আমরা এতদিন আইইডিসিআরে পাঠাতাম। সেখান থেকেই ফলাফল আসতো। আগামীকাল (১ মে) আমরা উপরের নির্দেশে জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানে নমুনা পাঠাবো।  

তিনি আরো বলেন, আইইডিসিআরে এখনো অনেকগুলো নমুনার ফলাফল বাকি রয়েছে, যেগুলো আমরা হাতে পাইনি। সেগুলো চলে আসবে শিগগিরই। পরবর্তীসময়ে জনস্বাস্থ্য ও পুষ্টিতে পাঠানো নমুনার রিপোর্টগুলোও আমরা দ্রুত পাবো বলে আশা রাখছি।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।