ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে করোনা রোগীদের চিকিৎসার সুযোগে ডাঃ তুষার গর্বিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, মে ১, ২০২০
ঢামেকে করোনা রোগীদের চিকিৎসার সুযোগে ডাঃ তুষার গর্বিত

ঢাকা: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আমাকে নিয়োজিত করা হয়েছে এর জন্য আমি গর্বিত। এ ক্রান্তিকালে কোভিড-১৯ রোগীদের পাশে থেকে চিকিৎসার সুযোগ করে দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

শুক্রবার (১ মে) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের এনেসথেসিয়া কনসালটেন্ট চিকিৎসক সাইফুল তুষার তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এমনটি জানান।

এই বিষয়ে চিকিৎসক তুষার এর সঙ্গে কথা হলে তিনি বলেন, ডাক্তার হয়েছি শপথ নিয়ে রোগীদের সেবা করার জন্য।

ডাক্তাররা রোগীদের সেবা করবে এটাই আমাদের কাজ বলে আমি মনে করি। তাই আমি গর্বিত আমাকে কর্তৃপক্ষ শনিবার (২ মে) ঢাকা মেডিক্যালে বার্ন ইউনিটে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নিয়োজিত করেছে। রোগীদের যে কোন কারণে অস্ত্রোপচার হলেই আমরা এনেসথেসিয়া দেওয়ার জন্য প্রস্তুত আছি।  

তিনি আরো বলেন, আপনারা সবাই দোয়া করবেন সব সময় যেন রোগীদের পাশে থেকে ভালোবাসা দিয়ে সেবা করে যেতে পারি। সবচেয়ে বড় বিষয় এই ক্রান্তিকালে মহামারির সময় করোনা রোগীদের চিকিৎসা দিতে পারবো বলে নিজেকে গর্বিত মনে হচ্ছে।  

এরকম সুযোগ বারবার আসে না বলেও তিনি জানান। এই মহামারির সময় আমাদের মানবিকতা যেন আরো জাগ্রত থাকে।

চিকিৎসক সাইফুল তুষারের ফেসবুকের স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিপার্টমেন্ট অব এনেসথেসিয়া, এনালজেসিয়া, প্যালিয়েটিভ কেয়ার এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিন থেকে আমি আগামীকাল বার্ন ইউনিটে যাচ্ছি ইনশাআল্লাহ। এটা করোনা ডেডিকেটেড; COVID 19-এর রোগীর সেবা দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত।  

আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

সব শেষে তিনি লেখেন, সবার কাছে মাফ চাওয়ার এই সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছি না। সবাই মাফ করে দিবেন দয়া করে।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, মে ০১, ২০২০
এজেডএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।