ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

না'গঞ্জের আদমজী ইপিজেডের দুজন করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মে ২, ২০২০
না'গঞ্জের আদমজী ইপিজেডের দুজন করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বেপজার অধিনস্থ আদমজী ইপিজেডের একজন নার্স ও একজন স্টোর কিপার করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

শনিবার (০২ মে) এ তথ্য নিশ্চিত করেছেন আদমজী ইপিজেডের জেনারেল ম্যানেজার আহসান কবির। এদের দুজনই আইসোলেশনে রয়েছেন।

তিনি জানান, এখানে একজন নার্সের গত ১ সপ্তাহ আগে করোনা ধরা পড়ে আর গতকাল একজন স্টোর কিপারের করোনা ধরা পড়েছে। এদের দুজনকেই আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া এখানে বর্তমানে কেউ আক্রান্ত নন এবং ভেতরের কার্যক্রমও চলছে।

এর আগে সকালে জানা যায়, ইপিজেডে বেপজার অধীনের ৪৮টি কারখানার মধ্যে ২৫টি আজ খোলা ছিল এবং এসব কারখানায় কাজ চলেছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ০২, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।