ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ফেনীতে টেলিমেডিসিন সেবা চালু করেছেন নাসিম চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মে ২, ২০২০
ফেনীতে টেলিমেডিসিন সেবা চালু করেছেন নাসিম চৌধুরী

ফেনী: করোনা ভাইরাস সংকটজনিত পরিস্থিতিতে জরুরি চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ফেনীতে টেলিমেডিসিন চিকিৎসা সেবা চালু করছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তার বাবা সালেহ উদ্দিন চৌধুরী ও মা হোসনে আরা চৌধুরীর নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রতিদিন সকাল ও রাতে সেবা দিতে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি টিম করা হয়েছে।

শনিবার (০২ মে) বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী-০২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

উদ্বোধনের মধ্য দিয়ে হটলাইনে (০১৮৪৪৫৪৫৫৬৩) ফোন করে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং ব্যবস্থাপত্র পাওয়া যাবে।

বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টেলিমেডিসিন সেবা কার্যক্রম শুরু হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত কল করলেই সেবা মিলবে।

চিকিৎসক টিমে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহানারা আরজু, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (অর্থপেডিক) সার্জারি বিভাগের ডা. সাইফুদ্দিন আহমেদ, জেনারেল সার্জারি বিভাগের ডা. মুলকিত রায়, মেট্রোপলিটন হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. রায়হান জান্নাত, মেডিক্যাল সেন্টারের মেডিক্যাল অফিসার ডা. ইনজামাম উল হক, সার্জারি বিভাগের প্রশিক্ষণার্থী ডা. মারজাতুজ জোহরা নির্ধারিত সময়ে হটলাইনে সংযুক্ত থাকবেন।

সালেহ উদ্দিন চৌধুরী ও হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের সদস্য সচিব জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু বলেন, করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী মানুষ ঘরে থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে মানুষের দৌরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে।

হটলাইন সেবা বাস্তবায়নের দায়িত্বে থাকা পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল বলেন, চিকিৎসক এবং সেবাপ্রার্থীদের নিরাপদ রেখে চিকিৎসাসেবা নিশ্চিত করতেই সালেহ উদ্দিন চৌধুরী ও হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য তিনি ফাউন্ডেশনের কর্ণধার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বলেন, বেসরকারিভাবে টেলিমেডিসিন সেবা চালুর এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। যে কেউ নির্দিষ্ট নম্বরে কল দিয়ে সেবা নিতে পারবে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মে ০২, ২০২০
এসএইচডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।