ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

স্বাস্থ্য

করোনা: গোপালগঞ্জে সুস্থ হচ্ছেন রোগী, কমছে আক্রান্তের সংখ্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, মে ৩, ২০২০
করোনা: গোপালগঞ্জে সুস্থ হচ্ছেন রোগী, কমছে আক্রান্তের সংখ্যা

গোপালগঞ্জ: গোপালগঞ্জে করোনায় আক্রান্তরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। জেলায় এ পর্যন্ত করোনা পজেটিভ ৪৩ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। সুস্থদের মধ্যে ১৩ পুলিশ সদস্য রয়েছেন। একইসঙ্গে জেলায় কমতে শুরু করেছে আক্রান্তের সংখ্যাও। 

গত ০১ মে পর্যন্ত জেলায় ৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। গত এক সপ্তাহে এখানে মাত্র একজন নারী করোনা রোগী শনাক্ত হন।

তিনিও ঢাকার গাবতলী থেকে টুঙ্গিপাড়ার লেবুতলা গ্রামে বোন বাড়িতে বেড়াতে আসেন। নতুন আক্রান্ত ওই নারীকে নিয়ে জেলায় রোগীর সংখ্যা দাঁড়ায় ৪৩ জনে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বাংলানিউজকে জানান, জেলায় করোনা পজেটিভদের অধিকাংশ বাইরে থেকে আক্রান্ত হয়ে এখানে এসেছেন। তবে তারা সবাই চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন। জেলায় করোনা আক্রান্ত মোট ৪৩ জনের মধ্যে ২৬ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। অন্যরাও সুস্থ হয়ে উঠছেন। এছাড়া জেলায় সামগ্রিকভাবে আক্রান্তের সংখ্যাও কমতে শুরু করেছে।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত জেলায় ৯৪৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। এর মধ্যে ৯০৬ জনের প্রতিবেদন পাওয়া গেছে। তার মধ্যে ৪৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। অন্য ৩৮ জনের প্রতিবেদন রোববার (আজ) রাতে অথবা সোমবার (০৪ মে) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।