ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শেবাচিম হাসপাতালকে সুরক্ষাসামগ্রী উপহার দিলো ফরচুন সুজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, মে ৪, ২০২০
শেবাচিম হাসপাতালকে সুরক্ষাসামগ্রী উপহার দিলো ফরচুন সুজ

বরিশাল: করোনা পরিস্থিতিতে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবায় নিয়োজিত সবার সুরক্ষা নিশ্চিতের অংশ হিসেবে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালকে পিপিই, মাস্কসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে চামড়াজাত জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফরচুন সুজ।  

সোমবার (৪ মে) দুপুরে ফরচুন সুজ-এর পক্ষে নিজ কার্যালয় চত্বরে শেবাচিম কর্তৃপক্ষের কাছে এসব সুরক্ষাসামগ্রী হস্তান্তর করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান ।  

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, ফরচুন সুজ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মিজানুর রহমানসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

এসব সুরক্ষাসামগ্রীর মধ্যে ২০০ পিস N-95 মাস্ক, ২০০ পিপিই, ২০০ হেড কভার, ১০০০ পিস সার্জিক্যাল মাস্কসহ আরও বেশ কিছু জিনিস ছিল।  

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মে ০৪, ২০২০
এমএস/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।