ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

না’গঞ্জ সদর হাসপাতালে করোনায় চিকিৎসকসহ নতুন আক্রান্ত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মে ৫, ২০২০
না’গঞ্জ সদর হাসপাতালে করোনায় চিকিৎসকসহ নতুন আক্রান্ত ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নতুন করে এক চিকিৎসকসহ ২ স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এ হাসপাতালে মোট ১৪ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হলো। এদের মধ্যে ৫ জন সেরে উঠেছেন।

মঙ্গলবার (৫ মে) বিকেলে বাংলানিউজকে এসব তথ্য জানান হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান।  

আসাদুজ্জামান জানান, মঙ্গলবার হাসপাতালের নাক, কান, গলার চিকিৎসকের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

গতকাল হাসপাতালের আরও এক স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ আসে। এ নিয়ে এখানে ২ চিকিৎসকসহ মোট ১৪ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হলো।  

শনাক্তদের মধ্যে এরই মাঝে ৫ জন সুস্থ হয়েছেন। বাকিরা চিকিৎসাধীন বলে জানান আসাদুজ্জামান।  

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মে ০৫, ২০২০
এমআরপি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।