ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বেসরকারি মেডিক্যালে বোনাস না দেওয়ার সিদ্ধান্ত ন্যাক্কারজনক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মে ৫, ২০২০
বেসরকারি মেডিক্যালে বোনাস না দেওয়ার সিদ্ধান্ত ন্যাক্কারজনক

ঢাকা: বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক, চিকিৎসক ও অন্যান্য স্টাফদের ঈদুল ফিতরের বোনাস না দেওয়ার সিদ্ধান্তকে ন্যাক্কারজনক অভিহিত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

মঙ্গলবার (৫ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এ সিদ্ধান্তকে  অসম্মানজনক দাবি করে বলেন, সারাদেশের চিকিৎসকরা যখন বিশ্ব মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় নিরলসভাবে কাজ করছেন, তখন বেসরকারি মেডিক্যাল কলেজ মালিক সমিতির এই ধরনের সিদ্ধান্ত অনভিপ্রেত ও দুঃখজনক।

‘বেসরকারি মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তির সময় এককালীন ১৮ লাখ টাকা নেওয়া হয়।

তাছাড়া প্রতি মাসে প্রত্যেক ছাত্রের কাছ থেকে বর অংকের নির্ধারিত বেতন নেওয়া হয়। অথচ শিক্ষক, চিকিৎসক যারা মেডিক্যাল কলেজের প্রাণ, যাদের ঐকান্তিক ও নিরলস শ্রমে মেডিক্যাল কলেজ চলছে, তাদের বঞ্চিত করার অপচেষ্টা করা হচ্ছে। ’

অনতিবিলম্বে বেসরকারি মেডিক্যাল কলেজ মালিক সমিতিকে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় চিকিৎসক সমাজকে সঙ্গে নিয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ ধরনের হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারে সমিতিকে বাধ্য করবে বলে হুঁশিয়ারি জানানো হয় বিবৃতিতে।

গত ৪ মে বাংলাদেশ বেসরকারি মেডিক্যাল কলেজ মালিক সমিতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, করোনাকালীন বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক, চিকিৎসক ও অন্যান্য স্টাফদের ঈদুল ফিতরের বোনাস না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মে ০৫, ২০২০
এমএইচ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।