ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শপিং মল-মার্কেট খুললে করোনার ঝুঁকি বাড়বে: মোকতেল হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মে ৬, ২০২০
শপিং মল-মার্কেট খুললে করোনার ঝুঁকি বাড়বে: মোকতেল হোসেন

ঢাকা: করোনা পরিস্থিতির মধ্যেও রমজান ও আসন্ন ঈদ ঘিরে শপিং মল ও মার্কেট খুলে দিলে ভাইরাস সংক্রমণের  ঝুঁকি বাড়বে বলে অভিমত দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোকতেল হোসেন।

বুধবার (৬ মে) বাংলানিউজকে এ অভিমত জানান তিনি।  

মোকতেল হোসেন বলেন, এখনই এভাবে সবকিছু খুলে দেওয়া যুক্তিসঙ্গত নয়।

কিন্তু আস্তে আস্তে সবকিছুই খুলে দেওয়া হচ্ছে। আগামী ১০ মে থেকে বিপণী বিতানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মার্কেটে, বাজারে স্বাস্থ্যবিধি রক্ষা করা অনেক কঠিন। ঈদের আগে মার্কেটে উপচে পড়া ভিড় হয়; ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি লেগে যায়, ভিড়ের কারণে হাঁটা-চলাই করা যায় না, ফলে সেখানে নিরাপদ দূরত্ব বজায় রাখা সম্ভব হবে না। মার্কেটে, শপিংমলে অনেকেই একটা পণ্য কেনেন, কিন্তু ঘুরে ঘুরে ১০টা পণ্য দেখেন। অনেককেই আবার দেখা যায়, বিনা কারণেই শপিংমলগুলোতে ঘোরাফেরা করেন।  

‘এদিকে করোনা আক্রান্ত অনেকের মধ্যেই কোনো লক্ষণ, উপসর্গ দেখা যায় না। ফলে তার থেকে সহজেই অন্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। আবার অনেকেরই অন্য কারণে জ্বর হতে পারে। তাকে আপনি মার্কেটে ঢুকতে দিলেন না, এটার জন্যও ঝামেলা হতে পারে। ’  

সার্বিক পরিস্থিতিতে এই মুহূর্তে শপিং মল খোলার সিদ্ধান্ত সঠিক নয় উল্লেখ করে এ চিকিৎসক বলেন, এখন এগুলো না খুললেই পারতো। একটা বছর কী মানুষের ঈদের বাজার না করলে হতো না? একটা বছর ঈদে নতুন জামাকাপড় না পরলে কী এমন আসে-যায়?

‘ব্যবসায়ীরাদের চাপে হয়তো এটা করা হয়েছে। তারা এ সময়টায় প্রচুর লাভ করেন। এক মাসেই সারা বছরের লাভ করে ফেলেন। কিন্তু মার্কেট বন্ধ রাখতে পারলে সব থেকে ভালো হতো। ব্যাপক হারে সব কিছু ওপেন করে দেওয়াটা আমার কাছে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ০৬, ২০২০
আরকেআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।