ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত আরও ১৫ জন শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মে ৮, ২০২০
নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত আরও ১৫ জন শনাক্ত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ করোনা হাসপাতালের (খানপুর ৩শ শয্যা হাসপাতাল) ল্যাবে দ্বিতীয় দিনের নমুনা পরীক্ষার ফলাফলে ১৫ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

শুক্রবার (০৮ মে) বিকেলে এ তথ্য জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়।

এর আগে বৃহস্পতিবার (৭ মে) ৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়।

এদের মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ ও বাকিদের নেগেটিভ আসে।

ডা. গৌতম রায় জানান, হাসপাতালে প্রথম দিন ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০ জনের পজিটিভ এসেছিল। দ্বিতীয় দিনের ৭৮ জনের নমুনার ফলাফল আজ পেয়েছি, এতে ১৫ জনের পজিটিভ এসেছে।

এ হাসপাতালে প্রতিদিন ৯০ জনের করোনা টেস্ট করার সক্ষমতা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মে ০৮, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।