ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মঙ্গলবার থেকে করোনা পরীক্ষা করবে গণস্বাস্থ্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, মে ২৩, ২০২০
মঙ্গলবার থেকে করোনা পরীক্ষা করবে গণস্বাস্থ্য

ঢাকা: মঙ্গলবার (২৬ মে) থেকে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। এই পরীক্ষা সবার জন্য উন্মুক্ত করে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে প্রতষ্ঠানটি।

শনিবার (২৩ মে) গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতাল এবং সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে করোনার পরীক্ষা শুরু হবে।

সবাই সেখানে গিয়ে পরীক্ষা করাতে পারবেন। দুটো টেস্টই হবে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি। লালা ও রক্ত দুটোই লাগবে পরীক্ষার জন্য। যেকোনো ব্যক্তি এসে পরীক্ষা করে নিতে পারবেন। এই দুটি পরীক্ষা করতে ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, মে ২৩, ২০২০
পিএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।