ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

করোনা শনাক্তের পরদিনই মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জুন ৯, ২০২০
করোনা শনাক্তের পরদিনই মাদ্রাসা শিক্ষকের মৃত্যু ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লুৎফর রহমান (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। সোমবার (৮ জুন) রাতেই তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ড. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত লুৎফর রহমানের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামে। তিনি মোহনপুরের মহিষকুণ্ডি মাদ্রাসার শিক্ষক। তার স্ত্রী গুলনাহার বেগম মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী।

এর আগে সোমবার লুৎফর রহমানকে রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। রাতে তার নমুনায় পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে। পরদিন সকালেই তিনি মারা যান।

ড. সাইফুল ফেরদৌস জানান, গত শনিবার বাড়ি থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মৃত্যুর বিষয়টি হাসপাতালের পক্ষ থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের ব্যবস্থা করছে।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী জেলায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। গত ১২ এপ্রিল জেলার পুঠিয়া উপজেলায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। সোমবার পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ০৯, ২০২০
এসএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।