ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহীতে ৮ ঘণ্টার ব্যবধানে করোনায় আরেক বৃদ্ধের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুন ৯, ২০২০
রাজশাহীতে ৮ ঘণ্টার ব্যবধানে করোনায় আরেক বৃদ্ধের মৃত্যু

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ৮ ঘণ্টার ব্যবধানে মুস্তাফিজুর রহমান (৬৩) নামে করোনায় আক্রান্ত আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মুস্তাফিজুর রহমান নওগাঁর তেবাড়িয়া এলাকায় বাসিন্দা।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।



ডা. সাইফুল ফেরদৌস জানান, মুস্তাফিজুর রহমান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা রাজশাহী থেকে নওগাঁয় মরদেহ নিয়ে গিয়ে দাফনের ব্যবস্থা করবে।

সোমবার (৮ জুন) রামেক হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে বলেও জানান ডা. সাইফুল ফেরদৌস।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন  অবস্থায় লুৎফর রহমান (৫২) নামে এক মাদ্রাসাশিক্ষক মারা যান। তারও করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল সোমবার।

লুৎফর রহমানের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়। এ নিয়ে রামেক হাসপাতালে করোনায় একদিনেই দুই রোগীর মৃত্যু হলো।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুন ০৯, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।