ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নারায়ণগঞ্জে আক্রান্ত ৫২১৮ জনের ৩৫৭৪ জনই সুস্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জুলাই ২, ২০২০
নারায়ণগঞ্জে আক্রান্ত ৫২১৮ জনের ৩৫৭৪ জনই সুস্থ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ৫২১৮ জনের মধ্যে ৩৫৭৪ জন ইতোমধ্যেই সুস্থ হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১১৪ জন আর এখনো আইসোলেশনে রয়েছেন ১৫৩০ জন।

বৃহস্পতিবার (০২ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। চলতি সপ্তাহে একেবারেই কমে এসেছে জেলা করোনা হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা।

হাসপাতালে নতুন ভর্তিও একেবারে নেই বললেই চলে। আগের যারা ভর্তি হয়েছেন তারাও সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, জেলায় করোনা আক্রান্ত হিসেবে রয়েছেন ১৫৩০ জন। এদের প্রায় ৭০ ভাগই সুস্থতার পথে। মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কিছুটা বাড়ায় আক্রান্তের সংখ্যা কমেছে জেলায়।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, করোনা আক্রান্ত জেলায় এখন অনেক কমেছে। আমাদের পরীক্ষায় শনাক্তের হারের হিসাব এমনটাই বলছে। মানুষ কিছুটা সচেতন হয়েছে বলেই এটি সম্ভব হয়েছে। আমরা দীর্ঘদিন ধরেই অনেক আক্রান্ত হওয়ায় এখানে মানুষের মধ্যে কীভাবে চলাচল করতে হবে, কীভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে সেই ধারণা হয়েছে। আমাদের রূপগঞ্জ সদর ইউনিয়ন লকডাউন করে সেখানেও সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হলেও এখন সেটিও রেড জোন মুক্ত হবার পথে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।