ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

না’গঞ্জে ল্যাবএইডের অনিয়ম, নমুনা সংগ্রহ বন্ধের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
না’গঞ্জে ল্যাবএইডের অনিয়ম, নমুনা সংগ্রহ বন্ধের নির্দেশ ল্যাব এইড হাসপাতাল

নারায়ণগঞ্জ: সম্প্রতি করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া বাবদ নিয়ম বহির্ভূতভাবে নারায়ণগঞ্জের ল্যাবএইড কর্তৃপক্ষ এক ব্যক্তির কাছ থেকে ৪ হাজার ৫০০ টাকা আদায় করেছে বলে অভিযোগ উঠেছে।  
 
মঙ্গলবার (২১ জুলাই) এ ধরনের অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ শাখার ল্যাবএইডের করোনা নমুনা সংগ্রহ কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

 

জানা যায়, গত ১ জুলাই থেকে জেলা স্বাস্থ্য বিভাগকে অবগত না করেই নারায়ণগঞ্জে করোনার নমুনা সংগ্রহ করে আসছিল ল্যাবএইড কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে তারা ঢাকার ল্যাবে কোভিড পরীক্ষার অনুমোদনের কাগজ দেখায়। এর অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য ঢাকায় তাদের নিজস্ব পিসিআর ল্যাবে পাঠানো হচ্ছিল। এ ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ প্রত্যেকের কাছ থেকে ৩ হাজার ৫শ’ ও সার্ভিস চার্জ বাবদ আরো ১ হাজার করে, অর্থাৎ মোট ৪ হাজার ৫শ’ করে টাকা নেওয়া হচ্ছিল।  

জেলা স্বাস্থ্য বিভাগকে অবগত না করেই নারায়ণগঞ্জে করোনার নমুনা সংগ্রহ করা প্রসঙ্গে জানতে স্বাস্থ্য অধিদফতরে চিঠি দিয়েছিলেন জেলা সিভিল সার্জন। পরে ১৪ জুলাই ঢাকার বাইরে নারায়ণগঞ্জসহ সারাদেশে নমুনা সংগ্রহ করার অনুমতি পায় ল্যাবএইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার।

এরই মাঝে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের কথা থাকলেও তা না করে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় (চিটাগাং রোড) এলাকা থেকে এক রোগীকে শহরের পুরাতন কোর্ট (বর্তমান সি‌জিএম কোর্ট ভবন) ভব‌নের নিচ তলায় স্থা‌পিত সরকা‌রি নমুনা সংগ্রহ কে‌ন্দ্রে গিয়ে নমুনা দিতে বলে ল্যাবএইড কর্তৃপক্ষ। এদিকে সরকারি হাসপাতাল কিংবা সরকার নির্ধারিত বুথে নমুনা সংগ্রহের জন্য ২০০ টাকা ফি নির্ধারিত থাকলেও ওই রোগীর কাছ থেকে এ বাবদ ৪ হাজার ৫০০ টাকা আদায় করে ল্যাব কর্তৃপক্ষ।  

এ বিষয়ে অভিযোগ পেয়ে মঙ্গলবার চাষাঢ়াস্থ ল্যাবএইড নারায়ণগঞ্জ শাখায় অভিযানে যান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম। এ সময় অভিযোগের সত্যতা পেয়ে জেলা সিভিল সার্জন ল্যাব এইডকে নমুনা সংগ্রহের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন বাংলানিউজকে বলেন, ল্যাবএইডের নারায়ণগঞ্জ শাখার বিষয়ে অনিয়মের প্রমাণ মিলেছে। তাদের নমুনা সংগ্রহের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিষয়ে তদন্ত রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
এমআরপি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।