কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৯৫৮ জন ফাইলেরিয়া রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে পুরুষ ১৬২ জন এবং নারী ১ হাজার ৭৭ জন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর পর্যন্ত কুড়িগ্রামে ফাইলেরিয়া রোগের প্রচারণা ও সামাজিক আন্দোলন জোরদারকরণ বিষয়ে উপজেলা পর্যায়ে আয়োজিত কর্মশালায় এসব তথ্য জানানো হয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
কুড়িগ্রাম সদর স্বাস্থ্য কর্মকর্তা ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার জাকির হোসেন, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা মেডিক্যাল অফিসার ডা. আফরিন দেওয়ান।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এফইএস/এইচএডি