পঞ্চগড়: বাতের ব্যথা ও হাড় ক্ষয় রোধে পঞ্চগড়ে ছয় দিনের হেলথ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
‘জাগ্রত তেঁতুলিয়া’র উদ্যোগে ও ‘নিউজিল্যান্ড ডেইরি’র সহযোগিতায় শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেলথ ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন।
এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুর্দশন কুমার রায়, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, নিউজিল্যান্ড ডেইরি ও সোশ্যাল ইসলামী ব্যাংক হাসপাতালের ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান রেবেকা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
হেলথ ক্যাম্প শুরু হওয়ার প্রথম দিনে বিনামূল্যে পঞ্চগড় সদর উপজেলার শতাধিক মানুষকে চিকিৎসা দেওয়া হয়। জেলার তেঁতুলিয়া উপজেলার তিনটি ভেন্যুতে ছয় দিনের এ হেলথ ক্যাম্প চলবে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
এসআরএস