ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

আগামী ২৬ জানুয়ারির মধ্যে ৫০ লাখ করোনার টিকা আসবে দেশে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
আগামী ২৬ জানুয়ারির মধ্যে ৫০ লাখ করোনার টিকা আসবে দেশে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ছবি: জি এম মুজিবুর

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ২৫ বা ২৬ জানুয়ারির মধ্যে ৫০ লাখ করোনার টিকা দেশে আসবে। এর পাশাপাশি ভারত সরকার উপহারস্বরূপ বাংলাদেশকে কিছু টিকা দেবে।

তিনি বলেন, বেসরকারি পর্যায়ে আমদানি ও টিকাদানের ব্যবস্থা রাখা হবে। তবে সেক্ষেত্রে টিকার দাম সরকার নির্ধারণ করে দেবে। এর নীতিমালাও তৈরির প্রক্রিয়া চলছে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জাহিদ মালেক এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাকালে কিছু দুর্নীতি হয়েছে। এ দুর্নীতিবাজদের আমরা ছাড় দেইনি। আর কোনো দুর্নীতিবাজকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, দেশের প্রতিটি সাংবাদিক করোনার টিকা পাবেন। তবে ঢাকায় অবস্থানরত সাংবাদিকরা আগে টিকা পাবেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মসিউর রহমান খানসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
পিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।