ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে করোনা টিকা রাখার প্রস্তুতি সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
বরিশালে করোনা টিকা রাখার প্রস্তুতি সম্পন্ন

বরিশাল: বরিশাল জেলায় প্রথম পর্যায়ে ৫০ হাজার করোনার টিকা পাওয়ার জন্য মন্ত্রণালয় অনুমোদন করেছে। তবে জেলা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৬ লাখ টিকা সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা.মনোয়ার হোসেন।

 

আর করোনার টিকা পাওয়ার তালিকা সংগ্রহের জন্য ‘ফরম’ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। যা ২ ফেব্রুয়ারির মধ্যে জেলা প্রশাসকের দফতরে পাঠানোর নির্দেশ রয়েছে।

জেলা সিভিল সার্জন অফিসে গিয়ে দেখা গেছে, এখানে করোনার টিকা সংরক্ষণ করার জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। সেজন্য ইউনিসেফের দেওয়া ডব্লিউ আইসি (ওয়াক ইন কুলার) এবং আই এল আর (আইস লেইয়িং রেফ্রিজারেটর) ডিপ ফ্রিজ, অটো জেনারেটর অত্যাধুনিক কন্ট্রোল প্যানেলে স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানালেন কোল্ড চেইন টেকনিশিয়ান মো. রফিকুল ইসলাম।  

রফিকুল ইসলাম বলেন, যথারীতি ২ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় আমরা এই টিকা রাখতে পারবো।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।