ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেক আইসিইউতে আগুন: রোগীরা কোথায় তথ্য নেই!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
ঢামেক আইসিইউতে আগুন: রোগীরা কোথায় তথ্য নেই!

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে করোনা আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন রোগীর মৃত্যুর পর আইসিইউতে থাকা অন্যান্য রোগীরা কোথায় আছে হাসপাতাল কর্তৃপক্ষ সঠিকভাবে বলতে পারছে না। তবে কর্তৃপক্ষ বলছে, হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে কয়েকজন এবং অন্যান্য আইসিইউতেও কয়েকজন রয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) এ বিষয়ে কথা হয় নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজের সঙ্গে।

তিনি জানান, বুধবার সকালে নতুন ভবনের তৃতীয় তলায় করোনা রোগীদের আইসিইউতে অগ্নিকাণ্ডের পরপরই ভিতরে থাকা রোগীদের হাসপাতালের অন্য আইসিইউতে রাখা হয়েছে।

রিয়াজ জানান, কয়েকজন আছেন হাসপাতালের বার্ন ইউনিটের দ্বিতীয় তলার আইসিইউতে। কয়েকজনকে হাসপাতালে অন্যান্য জায়গায় নেওয়া হয়েছে। তবে ঠিক কোথায় আছেন বাকি রোগীরা, এ তথ্য জানাতে পারেননি তিনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ জানান, বাকি রোগীরা আমাদের হাসপাতালেই আছেন। তবে সঠিক তথ্যটা ওর্য়াড মাস্টার রিয়াজ দিতে পারবেন।

হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. নবীন জানান, নতুন ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৮ জন রোগী আমাদের আইসিইউ ও এইচডিইউতে আছেন।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, তারা সবাই আইসিইউ রোগী, তাদের অবস্থা আগের মতোই আছে।

বুধবার সকালে নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আইসিউতে অগ্নিকাণ্ডের সময় সেখান থেকে রোগীদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়। পরে এই ঘটনায় তিন জন রোগী মারা যান।

ঘটনার পরপরই ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, আইসিউতে মোট ১৪ জন রোগী ছিলেন। এদের মধ্যে তিনজন মারা গেছেন। বাকি ১১ জনকে আমরা হাসপাতালের বিভিন্ন জায়গায় আইসিইউ সাপোর্টে রেখেছি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৮ জন রোগী থাকলেও বাকি ৩ রোগী কোথায় জানতে চাইলে ওয়ার্ড মাস্টার রিয়াজ বলেন, বাকি তিনজন রোগী হাসপাতালেই আছেন। তবে সঠিক কোথায় আছে সেটা পরে বলতে পারব।

হাসপাতালের একটি সূত্র জানায়, করোনা রোগীদের আইসিইউ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেটি তালাবদ্ধ। হাসপাতালে এখন আইসিইউর সংকট দেখা দিয়েছে, করোনা রোগীদের আইসিইউ লাগলেও সেটা দিতে পারছে না কর্তৃপক্ষ।

এই ব্যাপারে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, সকালে ক্ষতিগ্রস্ত আইসিইউ পরিদর্শন করেছেন পিডব্লিউডি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। আইসিইউ মেরামতের জন্য আরও টেকনিশিয়ানরা পরিদর্শন করবেন। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশক্রমে দ্রুত সেটা প্রস্তুত করা হবে।

আগের নিউজ: ঢামেকের কোভিড আইসিইউতে অগ্নিকাণ্ডে নিহত ৩

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।