ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

সিলেটে করোনা আক্রান্ত ২০ হাজার ছাড়ালো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
সিলেটে করোনা আক্রান্ত ২০ হাজার ছাড়ালো

সিলেট: সিলেটে গত ২৪ ঘণ্টায় আরও ১২৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও ৩ জনের।

নিহতদের দু’জন সিলেটের এবং একজন সুনামগঞ্জের বাসিন্দা।
 
নতুন করে আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন, সিলেট জেলার বাসিন্দা ৯০ জন, সুনামগঞ্জ ৪, হবিগঞ্জ ১ ও মৌলভীবাজারের ৯ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ২৯৬ জন।
 
এ নিয়ে গত এক বছরে সিলেট বিভাগের চার জেলায় আক্রান্ত সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ৩২২ জনের।
 
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, নতুন করে আক্রান্ত ১২৪ জন নিয়ে গত এক বছরে সিলেট বিভাগে মোট ২০ হাজার ৭২ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ১২৯ জন।
 
বিভাগের মধ্যে, সিলেট জেলায় ১২ হাজার ৮২১ জন আক্রান্ত হয়ে মারা যান ২৫১ জন, সুস্থ হয়েছেন ১১ হাজার ৬৯৮ জন এবং এখনো হাসপাতালে চিকিৎসাধীন ২৭৪ জন। সুনামগঞ্জে ২ হাজার ৭০২ জন আক্রান্ত হয়ে শুক্রবার (২৩ এপ্রিল) নতুন করে এক জনের মৃত্যুসহ ২৭ জন মারা যান এবং সুস্থ হন ২ হাজার ৫৮৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন। হবিগঞ্জে ২ হাজার ২৮৫ জন আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়। পক্ষান্তরে সুস্থ হন এক হাজার ৭৭০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩ জন। এছাড়া মৌলভীবাজারে দুই হাজার ২৬৪ জন আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়। সুস্থ হয়েছেন দুই হাজার ৭৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪ জন।  
 
সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. চয়ন রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ১০০ শয্যার হাসপাতালটিতে শুক্রবার দুপুর পর্যন্ত ৯০ জন রোগী চিকিৎসাধীন। এরমধ্যে ৫১ জনের করোনা পজিটিভ এবং ৩৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। এদিন (শুক্রবার) সকালে করোনা আক্রান্ত সুনামগঞ্জের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এখনো গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন ১৪ জন। হাসপাতালে কোনো আইসিইউ শয্যা খালি নেই বলেও জানান তিনি।   
 
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
এনইউ/এমআরএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।