ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

তিনটি আইসিইউ বেড সংযুক্ত হল বাগেরহাট করোনা হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
তিনটি আইসিইউ বেড সংযুক্ত হল বাগেরহাট করোনা হাসপাতালে আইসিইউ বেড

বাগেরহাট: বাগেরহাট করোনা ডেডিকেটেড হাসপাতালে তিনটি আইসিইউ বেড সংযুক্ত হয়েছে। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় নিজস্ব তহবিল থেকে এই আইসিইউ বেড দিয়েছেন।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে বাগেরহাট সদর হাসপাতালের ১৫০ শয্যা ভবনের তিন তলায় আনুষ্ঠানিকভাবে এই আইসিইউ ইউনিটের উদ্বোধন করা হয়েছে।

এসময় বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক, পুলিশ সুপার কেএম আরিফুল হক, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন, বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. মোশাররফ হোসেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচএম শাহিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান করোনা হাসপাতালে আরও একটি আইসিইউ শয্যা দেওয়ার ঘোষণা দেন।

সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচএম শাহিন বলেন, সংসদ সদস্য শেখ তন্ময় সব সময় বাগেরহাটের মানুষের সেবা করার চেষ্টা করেন। এর অংশ হিসেবে করোনা সংক্রমণের শুরুতেই বাগেরহাটে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা, ডক্টরস সেফটি কর্নার, ডাক্তারের কাছে রোগী নয়-রোগীর কাছে ডাক্তারসহ নানা ধরনের উদ্যোগ নিয়েছিলেন। করোনার দ্বিতীয় ঢেউয়েও সংসদ সদস্য মহোদয় অনেক উদ্যোগ নিয়েছেন। আজ তার নিজস্ব তহবিল থেকে তিনটি আইসিউ বেড দিলেন। ভবিষ্যতে বাগেরহাটের মানুষের কল্যাণে এ ধরনের আরো সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, করোনা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনসহ ৩০টি শয্যা রয়েছে। আমরা রোগীদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমাদের এখানে আইসিইউ না থাকায় গুরুতর রোগীদের খুলনা স্থানান্তর করতে হত। যার ফলে অনেক রোগীই বিপদে পড়ে যেতেন। আজ এখানে আইসিইউ শয্যা সংযোজিত হল। এর ফলে আমরা গুরুতর অসুস্থ রোগীদের এখানেই চিকিৎসা দিতে পারব।

বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক বলেন, বাগেরহাট সদর হাসপাতালসহ জেলার কোথাও আইসিউ বেড ছিল না। আজ বাগেরহাটের করোনা হাসপাতালে আইসিইউ বেড সংযোযিত হয়েছে। এই আইসিইউ বেড করোনা রোগীদের চিকিৎসায় যুগান্তকারী ভূমিকা রাখবে। আমরা সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানাই।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।