ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

খুলনায় করোনার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৬৪ হাজর ৭০০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
খুলনায় করোনার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৬৪ হাজর ৭০০ খুলনায় করোনার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৬৪ হাজর ৭০০। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় শনিবার (২৪ এপ্রিল) মোট সাত হাজার ২১ জন করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন।

এর মধ্যে খুলনা সিটি করপোরেশন এলাকায় দুই হাজার ৬৪৩ জন এবং নয়টি উপজেলায় মোট চার হাজার ৩৭৮ জন।

উপজেলাগুলোর মধ্যে দাকোপ ৮৪১ জন, বটিয়াঘাটায় ৫৫৮ জন, দিঘলিয়া ৩১৯ জন, ডুমুরিয়া ৬৪৭ জন, ফুলতলা ৩৪০ জন, কয়রা ৫৯৬ জন, পাইকগাছা ৪৭৪ জন, রূপসা ৪৫৯ জন এবং তেরখাদায় ১১৭ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ চার হাজার ১০১ এবং মহিলা দুই হাজার ৯২০ জন।

এ পর্যন্ত খুলনা জেলায় মোট ৬৪ হাজার সাতশ ২০ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৪১ হাজার ৭৯১ এবং মহিলা ২২ হাজার ৯২৯ জন।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানান।
 
শনিবার (২৪ এপ্রিল) প্রথম ডোজে মোট ৭৮০ জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৪৪৮ জন এবং নয়টি উপজেলায় মোট ৩৩২ জন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৪৪৫ এবং মহিলা ৩৩৫ জন। এপর্যন্ত মোট এক লাখ ৭৫ হাজার ২৫৭ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ এক লাখ তিন হাজার।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
এমআরএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।