ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে চার জনের মৃত্যু

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মে ৯, ২০২১
২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে চার জনের মৃত্যু

ব‌রিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৯ জনের শরীরে করোনা সংক্রমণ হয়েছে।

 

রোববার (০৯ মে) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতর ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল (শেবাচিম) পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

এছাড়া পরীক্ষা করাতে আসা মোট সংখ্যার ৫ শতাংশ লোকের করোনা পজিটিভ বলে জানিয়েছে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগার।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, নতুন ১৯ জন নিয়ে এ পর্যন্ত বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৯৮ জন। এর মধ্যে বরিশাল জেলায় নতুন ৫ জন নিয়ে ৬ হাজার ৭৮৩ জন, পটুয়াখালীতে নতুন ৪ জন নিয়ে মোট আক্রান্ত দুই হাজার ১৬০ জন। ভোলায় নতুন সাতজন নিয়ে ১ হাজার ৮১৫ জন, পিরোজপুরে নতুন দুইজন নিয়ে ১ হাজার ৬১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বরগুনায় নতুন কেউ করোনায় আক্রান্ত হয়নি। ফলে মোট আক্রান্ত নিয়ে ১ হাজার ২৩৬ জন এবং ঝালকাঠিতে নতুন একজন নিয়ে ১ হাজার ২৯২ জন আক্রান্ত হয়েছেন।

বিভাগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৭১ জন। এর মধ্যে বরিশালে ১১৬ জন, পটুয়াখালীতে ৫০ জন, ভোলায় ২৫ জন, পিরোজপুরে ৩১ জন, বরগুনায় ২৪ জন ও ঝালকাঠিতে ২৫ জন।

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫ দশমিক ৮৫ শতাংশের করোনা পজিটিভ এসেছে। অর্থাৎ ১৭২ জন নেগেটিভ ও ১১ জন পজিটিভ। এ সময়ে করোনা ইউনিটে নয়জন নতুন রোগী উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে দুইজন এবং করোনা আক্রান্ত দুইজন মৃত্যুবরণ করেছেন।

হাসপাতালের করোনা ইউনিটে ৬৭ জন চিকিৎসাধীন। এর মধ্যে ৪৮ জন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন, বাকি ১৯ জন করোনা রোগী।

বাংলা‌দেশ সময়: ১১২৫ ঘণ্টা, মে ০৯, ২০২১
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।