ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সোনামসজিদ দিয়ে আসা ২৩ জনের মধ্যে একজন করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মে ২২, ২০২১
সোনামসজিদ দিয়ে আসা ২৩ জনের মধ্যে একজন করোনায় আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে শনিবার ভারত থেকে আরও ২৩ জন বাংলাদেশে প্রবেশ করেছে। এ নিয়ে এ বন্দর দিয়ে শনিবার বিকেল পর্যন্ত ৬০ জন বাংলাদেশে প্রবেশ করেছে।

এ ৬০ জনের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্ত হওয়া ব্যক্তি মো. দিলবার আলী মৃধা। তিনি রাজশাহী সদরের বাসিন্দা। তিনি গত ১৯ মে ভারত থেকে সোনামসজিদ বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর সোনামসজিদ জেলা পরিষদের ডাক বাংলোতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে অবস্থান করছেন।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরি বাংলানিউজকে জানান, সোনামসজিদ দিয়ে শনিবার (২২ মে) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৩ জন বাংলাদেশি ভারত থেকে বাংলাদেশে ফিরেছে। ভারত ফেরতরা সবাই করোনার নেগেটিভ সনদ আনার পরও গত ১৯ মে ভারত ফেরত একজনের করোনা সনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, ভারত ফেরত ৩৭ জনের করোনা টেস্ট করা হয়েছে। পাশাপাশি এদের নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তা নিশ্চিত হতে ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মে ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।