ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

স্বাস্থ্য

রংপুরে টিকা নিয়েও ৩ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মে ২৪, ২০২১
রংপুরে টিকা নিয়েও ৩ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত  ...

রংপুরে টিকা নিয়েও ৩ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত রংপুরে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পরেও তিন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুজন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের এবং অপরজন করোনা আইসোলেশন হাসপাতালের।

 

রংপুরের সিভিল সার্জন বিষয়টি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই জানিয়ে এটিকে স্বাভাবিক ঘটনা বলছেন।  

আক্রান্তরা হলেন- নার্সিং সুপারভাইজার ও রমেক হাসপাতালের স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি মো. ফোরকান আলী, 
নার্সিং অফিসার মো. আশরাফুল ইসলাম শামীম এবং করোনা আইসোলেশন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নার্গিস বেগম।

জানা যায়, রমেক হাসপাতালের নার্সিং সুপারভাইজার ও রমেক হাসপাতালের স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি মো. ফোরকান আলী ৭ ফেব্রুয়ারি প্রথম ডোজ এবং ৮ এপ্রিল দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। কিন্তু ২১ মে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। টিকা নেওয়ার আগেও তিনি আক্রান্ত হয়েছিলেন।

হাসপাতালের আরেক স্বাস্থ্যকর্মী নার্সিং অফিসার আশরাফুল ইসলাম শামীম ২য় ডোজ টিকা নেওয়ার পরেও গত ১৯ মে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

এছাড়াও রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নার্গিস বেগম করোনার ২য় ডোজ টিকা নেওয়ার পরে গত ৬ মে করোনায় আক্রান্ত হন। দুই ডোজ টিকা নেওয়ার পরেও করোনা আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিয়েছে।  

এ বিষয়ে রংপুরের সিভিল সার্জন ডা. হিরন্ব কুমার রায় বাংলানিউজকে বলেন, ঘটনাটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এটি হতেই পারে। করোনার বিভিন্ন ধরণ আছে তাই টিকা নেওয়ার পরেও আক্রান্ত হতে পারে। তবে যারা টিকা নিয়েছেন তারা উপকারিতা পাবেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মে ২৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।