ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউতে সাধারণ জরুরি বিভাগ দ্রুত চালুর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, মে ৩০, ২০২১
বিএসএমএমইউতে সাধারণ জরুরি বিভাগ দ্রুত চালুর নির্দেশ বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অবস অ্যান্ড গাইনি বিভাগ, কার্ডিওলজি বিভাগ, অর্থোপেডিক সার্জারি বিভাগসহ বিদ্যমান কয়েকটি বিভাগের জরুরি চিকিৎসাসেবা কার্যক্রম জোরদার ও এসব বিভাগসমূহে সার্বক্ষণিক চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করাসহ ২৪ ঘণ্টা জরুরিসেবা নিশ্চিত করা এবং সাধারণ জরুরি বিভাগ দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন।

রোববার (৩০ মে) বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ শহীদ ডা. মিল্টন হলে সব ডিন ও সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত রোগীদের জরুরিসেবা সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ সভায় এ নির্দেশ দেন।

এ সময় উপাচার্য জরুরি বিভাগ সম্পর্কিত সংশ্লিষ্ট কমিটিকে বিশ্বমানের জরুরিসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জরুরি বিভাগ চালুর লক্ষ্যে কাজ করারও নির্দেশ দেন।

সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বেসিক সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন,  মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান প্রমুখসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মে ৩০, ২০২১
পিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।