ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

হবিগঞ্জে নমুনা পরীক্ষার অর্ধেকই আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
হবিগঞ্জে নমুনা পরীক্ষার অর্ধেকই আক্রান্ত ...

হবিগঞ্জ: হবিগঞ্জে আরও ৭৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় ১৫০ জনের নমুনা পরীক্ষা করলে এ ৭৬ জন আক্রান্ত হন।

সে হিসেবে নমুনা পরীক্ষার অর্ধেকেরও বেশি করোনায়  আক্রান্ত।

সোমবার (১২ জুলাই) রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন। নতুন আক্রান্তদের সকলেই হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

গত বছরের ১১ এপ্রিল হবিগঞ্জে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছিলেন। এ পর্যন্ত জেলায় ৩ হাজার ১৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ১৩২ জন সুস্থ ও মারা গেছেন ২৪ জন।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।