ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে করোনায় আরও ৬ জনের মৃত্যু, কমেছে আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
সিলেটে করোনায় আরও ৬ জনের মৃত্যু, কমেছে আক্রান্ত ...

সিলেট: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ৬ জনের জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত বছরের এপ্রিল থেকে সিলেট বিভাগে সরকারি হিসেবে করোনায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৪৩ জনে পৌঁছালো।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১২৭ জন। আক্রান্তের সংখ্যা কমেছে।  

স্বাস্থ্য অধিদপ্তর, সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬ জনের সবাই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া নতুন আক্রান্ত ১২৭ জনের মধ্যে সিলেট জেলায় ৬২ জন, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ৩৬ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও ৪ করোনা আক্রান্ত হয়েছেন।

শনিবার পর্যন্ত এই বিভাগে করোনায় মারা যাওয়াদের মধ্যে ৭৬০ জন সিলেট জেলার, সুনামগঞ্জের ৭২ জন, হবিগঞ্জের ৪৬ জন এবং মৌলভীবাজারের ৭০ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জেলার আরও ৯৫ জন মারা গেছেন।

গত বছরের মার্চ থেকে বিভাগে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৩৫১ জন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯০৫ জন। আর হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩১০ জন, সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ১৭ জন এবং মৌলভীবাজারে ১৬ জন।

এছাড়া বিভাগের চার জেলার আরও ২০৭ জন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ ১৩১ জন। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৬৭ জন এবং আইসিইউতে রয়েছেন ৯ জন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।