ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

দেশে করোনা শনাক্ত ও মৃত্যুর হার বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
দেশে করোনা শনাক্ত ও মৃত্যুর হার বেড়েছে

ঢাকা: গত এক সপ্তাহে দেশে করোনা ভাইরাসে শনাক্ত ও মৃত্যুর হার বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ-নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, গত এক সপ্তাহে দেশে সর্বমোট করোনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ৩২ হাজার ১০৬টি, যা আগের সাতদিনের থেকে পাঁচ হাজার ২৩৪টি বেশি। গত সাতদিনে শনাক্ত হয়েছেন এক হাজার ৭২৭ জন রোগী, যা আগের সাতদিনের চাইতে শতকরা ৪ দশমিক ৭৯ শতাংশ বেশি। গত সাতদিনে ২৯ জনের মৃত্যু হয়েছে, যা আগের সাতদিনের চাইতে ছয়জন বেশি মৃত্যু বরণ করেছেন।

তিনি আরও বলেন, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা যদি সংক্রমণের চিত্র দেখি তাহলে সব থেকে বেশি রোগী গত জুলাই মাসে শনাক্ত হয়েছে। আর ডিসেম্বর মাসে এ পর্যন্ত এক হাজার ৭২৭ জন রোগী শনাক্ত হয়েছে। জেলা ভিত্তিক চিত্রে ঢাকা জেলায় সব থেকে বেশি রোগী পাঁচ লাখ ৩০ হাজার ৮২৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এর পরের অবস্থানে চট্টগ্রাম জেলায় ৯৯ হাজার ৮১১ জন শনাক্ত হয়েছেন। শীর্ষ ১০টি জেলার মধ্যে শেষের অবস্থানে রয়েছে কক্সবাজার, সেখানে ২৩ হাজার ২৭৬ জন রোগী শনাক্ত হয়েছে।

অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ সময় দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং সঠিকভাবে মাস্ক পড়তে অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।