ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত দুই লাখ সাত হাজার ১৮৫ জনকে বুস্টার ডোজ টিকা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, মঙ্গলবার (৪ জানুয়ারি) মোট ৪৯ হাজার ৫৩৫ জনকে বুস্টার ডোজ টিকা দেওয়া হয়েছে। যাদের মধ্যে পুরুষ ৩২ হাজার ৪২০ জন এবং নারী ১৭ হাজার ১১৫ জন। এর আগের দিন পর্যন্ত বুস্টার ডোজ দেওয়া হয় মোট এক লাখ ৫৭ হাজার ৬৫০ জনকে। ফলে এখন পর্যন্ত দুই লাখ সাত হাজার ১৮৫ জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া সম্পূর্ণ হয়েছে।
এছাড়াও এদিন দেশব্যাপী সাত লাখ ১৮ হাজার ৮৩২ জনকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়। এ যাবৎ প্রথম ডোজ টিকা পেয়েছেন সাত কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ২৮৬ জন।
একই সঙ্গে এদিন তিন লাখ ৭১ হাজার ১৭৮ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এ যাবত দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন মোট পাঁচ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৬৪০ জন।
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
আরকেআর/জেডএ