ঢাকা: গত এক সপ্তাহে করোনায় মৃত্যুর ৮৪ শতাংশই কোন টিকা গ্রহণ করেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (১০ জানুয়ারি) বিকেলে অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত করোনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে চার জন অর্থাৎ শতকরা ১৬ শতাংশ করোনা প্রতিরোধে টিকা গ্রহণ করেছিল। অপরদিকে অবশিষ্ট ২১ জন অর্থাৎ শতকরা ৮৪ শতাংশই কোন টিকা গ্রহণ করেনি।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ১০৫ জনের।
নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ২৩১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জন পুরুষ সদস্য। মৃত তিন জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তাদের মধ্যে ঢাকা বিভাগের দুই জন, রাজশাহী বিভাগের একজন রয়েছেন। তরা সরকারি হাসপাতালে মারা যান।
বাংলাদেশ সময়: ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
আরকেআর/এনএইচআর