ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

হবিগঞ্জে করোনা শনাক্তের হার ৩৪.২৬ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
হবিগঞ্জে করোনা শনাক্তের হার ৩৪.২৬ শতাংশ ...

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলায় ২৪ ঘণ্টায় ১৪৩ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৪৯ জন। শনাক্তের হার ৩৪.২৬ শতাংশ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত সোয়া ১১টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় তাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ৩৩, বাহুবলে ৯, নবীগঞ্জে ৪, লাখাইয়ে ২ ও বানিয়াচং উপজেলার ১ জন।

পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার হিসাব করলে দেখা যায়, প্রতি তিন জনের নমুনা পরীক্ষায় একজন শনাক্ত হয়েছেন। এভাবে আক্রান্তের হার বাড়তে থাকলে হবিগঞ্জ হয়ে যেতে পারে করোনার রেড জোন। এমনটি জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল।

২০২০ সালের ১১ এপ্রিল হবিগঞ্জে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত মোট আক্রান্ত ৬ হাজার ৮৪৭ জন, সুস্থ ৪ হাজার ৭৯১ জন ও মারা গেছেন ৪৮ জন।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।