ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

খুলনায় সাড়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
খুলনায় সাড়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

খুলনা: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ২ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ১৯ শতাংশ।

আগের দিনের চেয়ে ২০১ জন বেশি রোগী শনাক্ত হয়েছে। মাগুরায় মারা গেছেন একজন।

গত সাড়ে পাঁচ মাসের মধ্যে এটিই একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের সংখ্যা। ২০২১ সালের ১২ আগস্ট একদিনে ৭৮৬ জন শনাক্ত হয়েছিল।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মাগুরায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৬৮৮ জন। এর মধ্যে শীর্ষে রয়েছে যশোর। এ জেলায় সর্বোচ্চ ১৯৫ জনের শনাক্ত হয়েছে।

আর খুলনায় ১৫২ জন, কুষ্টিয়ায় ১৩০ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া ঝিনাইদহে ৯৮ জন, সাতক্ষীরা ২৬ জন, বাগেরহাটে ২৫ জন, মাগুরায় ২৪ জন, নড়াইলে ১৭ জন, মেহেরপুরে ১১ জন ও চুয়াডাঙ্গায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, খুলনার করোনার সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। এরপরও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকে। স্বাস্থ্য বিভাগসহ সরকারি সংস্থাগুলো সক্রিয়ভাবে মাঠে না নামলে সামনে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন তারা।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।