ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

স্বাস্থ্য

রাঙামাটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
রাঙামাটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫ জন

রাঙামাটি: রাঙামাটিতে ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি) রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

জানা যায়, ২৪ ঘণ্টায় রাঙামাটি পিসিআর ল্যাবে ৮১ জন এবং এন্টিজেন পরীক্ষায় ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে  ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯.৮ শতাংশ।

রাঙামাটিতে এ পর্যন্ত ২৯ হাজার ২২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে করোনা নেগেটিভ এসেছে ২৪ হাজার ৮৯ জনের। পজিটিভ এসেছে ৫ হাজার ১৪০ জনের। মারা গেছেন ৩৪ জন।

প্রথম ডোজের টিকা নিয়েছেন- ৪ লাখ ১৭ হাজার ৩৬৩ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন- ৩লাখ ৫ হাজার ৫৩৯ জন। আইসোলেশনে আছেন ৫ জন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।