ঢাকা: করোনার দক্ষিণ আফ্রিকান ধরন ওমিক্রনে দেশে এ পর্যন্ত কত জনের মৃত হয়েছে তা বলা দুরূহ বলে মন্তব্য করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ কথা বলেন।
অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, ওমিক্রনে দেশে এ পর্যন্ত কত জনের মৃত হয়েছে তা বলা দুরূহ। তবে ওমিক্রন ধরনে আক্রান্ত হয়ে কতজনের মৃত্যু হয়েছে তা জানতে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানসহ (আইইডিসিআর) একাধিক প্রতিষ্ঠান কাজ করছে।
তিনি বলেন, দেখা গেছে, করোনায় মৃত্যুর প্রায় ৮০ শতাংশ টিকা নেননি। করোনা প্রতিরোধে টিকা গ্রহণ, মাস্ক পরাসহ স্বাস্থ্য মেনে চলার যথেষ্ট গুরুত্ব আছে। ওমিক্রন তত বেশি ক্ষতি করে না, এটা একটা মিথ। এ ধরনের বিশ্বাসের কোনো কারণ নেই।
সবার সম্মিলিত প্রচেষ্টা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে দৈনিন্দন কাজ কর্ম করলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
আরকেআর/এমআরএ