ঢাকা: বাংলাদেশের প্রায় ৬৭ শতাংশ মানুষ অসংক্রামক রোগে মারা যায় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, আমাদের দেশে সংক্রামক ব্যাধি অনেক বেশি ছিল। স্বাস্থ্যসেবার উন্নয়নের আমাদের দেশে বর্তমানে সংক্রামক ব্যাধি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। করোনা এমন একটি ব্যাধি যা পুরো বিশ্বকে সংক্রমিত করেছে, বাংলাদেশেও সংক্রমিত হয়েছে। করোনায় কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে, লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করেছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অসংক্রামক রোগ সারা পৃথিবীতেই বাড়ছে, বাংলাদেশের অসংক্রামক রোগ বৃদ্ধি পাচ্ছে। মানুষের জীবনযাত্রা উন্নত হয়েছে, জীবনযাত্রার পাশাপাশি এই সমস্ত রোগও বৃদ্ধি পাচ্ছে। যার মধ্যে ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ অন্যতম। বাংলাদেশের ৬৭ শতাংশ মানুষ নন কমিউনিকেবল ডিজিজে (অসংক্রামক রোগ) মারা যান। যার মধ্যে ক্যান্সার অন্যতম।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রায় ২০ লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত রয়েছেন। এর সঙ্গে প্রতিবছর এক থেকে দেড় লাখ মানুষ যোগ হয়। মৃত্যু হয় প্রায় লাখের কাছাকাছি। বছরে এক লাখ মানুষ যদি ক্যান্সারে মারা যায়, তাহলে প্রতিদিন কতজন মারা যায় সেই হিসাব আমরা রাখি না। এক লাখ মানুষ মারা গেলে প্রতিদিন ২৭৩ জন মানুষ মারা যায়। অথচ আমরা করোনার মৃত্যুকে দেখি। প্রতিদিন ক্যান্সার এ কতজন মারা যায় সেই হিসেব আমরা রাখি না।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সুস্থ জীবনযাপনের মাধ্যমে ক্যান্সারসহ অনান্য অসংক্রামক রোগ প্রতিরোধ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ফরিদ হোসেন মিয়া, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মু. সাইদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. স্বপন কুমার বন্ধ্যোপাধ্যায়।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
আরকেআর/এমআরএ