হাইপারটেনশন বা উচ্চরক্তচাপ আপনার যৌনজীবনে প্রভাব ফেলতে পারে। অর্থাৎ আপনার জনন অঙ্গ ঠিকমতো কাজ নাও করতে পারে।
চিকিৎসাবিজ্ঞানের মতে, উচ্চরক্তচাপের কারণে সঙ্কুচিত হয়ে পড়ে আর্টারি। ঘনিষ্ঠ সময়ে যৌনাঙ্গ ও এর আশপাশে স্বাভাবিক রক্তপ্রবাহ বাধা পায়। ফলে নারী-পুরুষ যে কারো বিঘ্নিত হয় যৌনজীবন।
উচ্চরক্তচাপের কারণে নারীদের চেয়ে পুরুষরা যৌন সমস্যায় বেশি ভোগেন। যৌনাঙ্গে অপর্যাপ্ত রক্তপ্রবাহের কারণেই এটা হয়। ফলে অঙ্গ দুর্বল হয়ে পড়ে।
নারীদের ক্ষেত্রে যা হয় তা হলো তাদের মিলনের ইচ্ছা একেবারেই কমে যায়। কারণ উচ্চরক্তচাপ থাকলে নারীরা সারাক্ষণই ক্লান্ত থাকেন।
এটা একেবারেই সত্য যে, যৌন জীবন ব্যাহত হলে নারী পুরুষের মানসিক স্বাস্থ্যও ভেঙে পড়তে পারে।
সে কারণে যৌনজীবনে সমস্যা দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়া উচিৎ। রক্তচাপ পরীক্ষা করা উচিত। না হলে শরীর মন দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২