ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় আরও একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে সারাদেশে নতুন করে কোনো ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়নি।
বুধবার (০২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালে আরও একজন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে দুইজন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে একজন এবং অন্যান্য বিভাগে একজন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরের ০১ জানুয়ারি থেকে ০২ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৪৭ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৫ রোগী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
আরকেআর/আরআইএস