ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বাংলাদেশকে আরও ১০ লাখ টিকা দিলো যুক্তরাজ্য

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, মার্চ ২, ২০২২
বাংলাদেশকে আরও ১০ লাখ টিকা দিলো যুক্তরাজ্য ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাজ্য বাংলাদেশকে আরও ১০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা উপহার দিয়েছে। টিকা সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যে ব্রিট বাংলা বন্ধন আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

বুধবার (২ মার্চ) ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে, ২৩ ফেব্রুয়ারি টিকাগুলো বাংলাদেশে এসে পৌঁছায়।

যুক্তরাজ্য থেকে অনুদানের ১০ লাখ টিকার চালানকে স্বাগত জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, যুক্তরাজ্য থেকে বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকা টিকার ১০ লাখ ডোজ আসার জন্য স্বাগত জানাই। যুক্তরাজ্যের এই সহযোগিতা মহামারিকে পরাস্ত করতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। করোনা মোকাবিলা করে সমৃদ্ধ ভবিষ্যত গড়তে বাংলাদেশের জনগণের পাশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, এর আগেও যুক্তরাজ্য ৪০ লাখ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
টিআর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।