রাজবাড়ী: রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটে অধ্যয়নরত ২৪ জন নার্স (সেবিকা) ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তারা রাজবাড়ী সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
তবে ডায়রিয়া ওয়ার্ডে শয্যা ও জায়গা খালি না থাকায় নার্সিং ইনস্টিটিউট এর ভেতরে আবাসিকভাবে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজবাড়ী সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স কল্পনা রানী সাহা জানান, গত কয়েক সপ্তাহ ধরে রাজবাড়ী সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ৪ শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। হাসপাতালের চিকিৎসক ও সেবক সেবিকারা রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন।
গত শনিবার সকাল থেকে রোববার রাত ১০টা পর্যন্ত ২৪ জন সেবিকা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. অচিন্ত জানান, ডায়রিয়ায় আক্রান্ত সেবিকারা বর্তমানে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
আরএ