মাগুরা: মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে শহরের পারন্দুয়ালীতে হাসপাতালটি উদ্বোধন করা হয়।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানিকভাবে হাসপাতালের উদ্বোধন করেন।
এরআগে, এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসন ড. আশলাফুল আলম। প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট সাইফুজ্জামান এমপি। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ প্রশাসন পঙ্কজ কুমার কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, এজিইডি নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, মাগুরা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আশাদুল ইসলাম।
শহরতলীর পারন্দুয়ালী এলাকায় এক একর জমির উপর ১৪ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ২৫ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ করা হয়েছে বলে নির্মাণকারী প্রতিষ্ঠান এলজিইডি কর্তৃপক্ষ জানায়।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ২৬, ২০২২
এনটি