ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

না.গঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মে ৩১, ২০২২
না.গঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী সোনা মিয়া মার্কেটে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে জাহাঙ্গীর ফার্মেসি নামে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩১ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জেলা ক্যাবের প্রতিনিধি এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

মো. সেলিমুজ্জামান জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জাহাঙ্গীর ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তাছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের সতর্ক এবং নির্দেশনা দেওয়া হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মে ৩১, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।