ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সীতাকুণ্ডের ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউটে ফায়ার ফাইটার লাইফ সাপোর্টে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুন ৯, ২০২২
সীতাকুণ্ডের ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউটে ফায়ার ফাইটার লাইফ সাপোর্টে

ঢাকা: চট্টগ্রাম সীতাকুণ্ডে আগুনে দগ্ধের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ৭০ শতাংশ পোড়া নিয়ে গাউসুল আজম নামে এক ফায়ার ফাইটার লাইফ সাপোর্টে আছেন।

এছাড়া আরো দুই জন আইসিইউতে আছে। অন্যান্যরা ইনস্টিটিউটের আছেন, তবে তাদের কারো অবস্থা শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

বৃহস্পতিবার (৯ জুন) এসব কথা বলেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

ডা.সামন্ত বলেন, বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ২০ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে আইসিউতে থাকা একজনের অবস্থা খারাপ হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বাকিরা যারা বাইরে আছেন, তারা স্ট্রাবল আছে। তবে বার্নের রোগী ৪ শতাংশ হোক আর ১২ শতাংশ হোক যতক্ষণ বাড়ি না যাবে ততক্ষণ ঝুকিমুক্ত বলা যাবে না। ফায়ার ফাইটার গাউসুল আজম আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন।

ফায়ার ফাইট গাউসুল আজম গত পাঁচ বছর আগে চাকরিতে যোগ দেন। যশোর মনিরামপুরের একটি গ্রামের আজগর আলীর সন্তান। ফায়ারফাইট গাউসুল আজমের স্ত্রীর নাম কাকলি, ৫ মাসের একটি ছেলে সন্তানের জনক।

প্রসঙ্গত, শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের সদস্যসহ মোট ৪৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় কয়েকশ’ মানুষ দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুন ০৯, ২০২২
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।