ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মেহেরপুরে সিআইডির এসপিসহ করোনায় আক্রান্ত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জুন ২৮, ২০২২
মেহেরপুরে সিআইডির এসপিসহ করোনায় আক্রান্ত ৮

মেহেরপুর: মেহেরপুরে সিআইডির পুলিশ সুপার (এসপি) মামনুল আনসারীসহ আটজন করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুন) মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৬ থেকে ২৮ জুন পর্যন্ত হাসপাতালের এন্টিজেন ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আট জনের করোনা শনাক্ত হয়। প্রথম দিনে দু’জন, দ্বিতীয় দিনে তিনজন ও তৃতীয় দিন তিন জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা আক্রান্তদের মধ্যে সিআইডির মেহেরপুর এসপি মামনুল আনসারীসহ বাকী চারজন চিকিৎসকের পরামর্শে নিজ বাসাতে চিকিৎসা নিচ্ছেন। অন্য চারজন মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে গাংনী উপজেলার তেরাইল গ্রামের অন্তঃসত্ত্বা মোহনা আক্তার মিম (২২), কাথুলি গ্রামের আইয়ূব আলী (৮৫) রয়েছেন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউতে)। সদর উপজেলা রাজনগর গ্রামের আয়জদ্দিন (৬০) ও মেহেরপুর শহরের ফৌজদারীপাড়া এলাকার হাসিনা বানু (৬৫) হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউতে) চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার বলেন, হাসপাতালে চিকিৎসাধীন চার জনই ভালো আছেন। তাদের চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুন ২৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।