গাইবান্ধা: গত কয়েক দিনের টানা তাপদাহে অতিষ্ঠ জনজীবন। সকাল থেকে বিকেল পর্যন্ত কড়া রোদ, সঙ্গে ভ্যাপসা গরমে গাইবান্ধায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে।
শহরের বেশিরভাগ বাসা-বাড়িতে জ্বর সর্দি ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। নারী ও শিশুসহ বয়স্করাও এসব রোগে আক্রান্ত হচ্ছেন।
শনিবার (১৬ জুলাই) দুপুরে গাইবান্ধা জেলা হাসপাতালে নতুন করে ৩০ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন।
সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, ২০ শয্যার ডায়রিয়া ইউনিটে বিছানা ফাঁকা না পেয়ে হাসপাতালের ফ্লোরে ও বেঞ্চে বসে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
ভুক্তভোগীরা জানান, বর্ষা মৌসুমে এমন চৈত্রের রোদ-গরম তারা আগে দেখেন নি। তার সঙ্গে লোডশেডিং আগুনে ঘি ঢালার মতো অবস্থা। ফলে ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা।
জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার শেখ সুলতান আহম্মেদ জানান, এক সপ্তাহের ব্যবধানে এই হাসপাতালে ২৫০ জনেরও বেশি ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। নানা সীমাবদ্ধতার মধ্যেও সাধ্যমতো রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।
ডায়রিয়া থেকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি বেশি বেশি তরল খাবার ও স্যালাইন খাওয়ার পরামর্শ দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
কেএআর