ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

বুস্টার ডোজ নিতে পেরে খুশি বরিশালবাসী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
বুস্টার ডোজ নিতে পেরে খুশি বরিশালবাসী টিকাকেন্দ্রে মানুষের ভিড়।

বরিশাল: সারা দেশের ন্যায় বরিশালেও কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় (বুস্টার) ডোজের গণটিকা কার্যক্রম চলছে।  

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১০টায় নগরীর ৮টি কেন্দ্র এই বুস্টার ডোজের গণটিকা কার্যক্রম শুরু হয়।

বরিশাল সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরের সদর হাসপাতাল,বঙ্গবন্ধু অডিটোরিয়ামসহ মোট ৮টি কেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দ্বিতীয় ডোজ প্রদানের ৪ মাস পূর্ণ হলে নাগরিকরা বুস্টার ডোজ নিতে পারছে বলে জানিয়েছেন কেন্দ্রের দায়িত্বে থাকা সাগর মিত্র।  

এদিকে কোনো ঝামেলা ছাড়াই বুস্টার ডোজ নিতে পেরে খুশি নাগরিকরা।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।