ঢাকা : বিশিষ্ট আকুথেরাপিস্টদের নিয়ে দেশের একমাত্র অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর স্বাস্থ্য বিভাগ শনিবার সকালে আয়োজন করছে একটি কর্মশালা।
ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স কক্ষে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মশালা চলবে।
কর্মশালায় দেশের তিনজন বিশিষ্ট আকুথেরাপিস্ট উপস্থিত থাকবেন। এই কর্মশালায় ওষুধের বিকল্প চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করবেন আকুথেরাপিস্ট আলাউদ্দিন বিশ্বাস, রুহুল আমীন এবং সিরাজুল মুনীর।
উল্লেখ্য, ‘আকিউপ্রেশার’ মানবদেহের রোগ নিরাময়ে শরীরকে সাহায্য করে এবং সরল অঙ্গ প্রতঙ্গ ও ‘এন্ডোক্রিন’ গ্লান্ডগুলিকে (অন্তঃস্রাবী অনালগ্রন্থি) যথাযথ সক্রিয় রাখে। যার ফলে আমরা নিখুঁত স্বাস্থ্যের অধিকারী হই। বর্তমানে এই চিকিৎসা পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়েছে।
বাংলাদেশ সময় : ১০৩৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১২