সুনামগঞ্জ: নানা অনিয়মের অভিযোগে সুনামগঞ্জের মধ্যনগরে তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও দুইটি ডায়গনস্টিক সেন্টার মালিকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে মধ্যনগর সদর বাজারে অভিযান চালিয়ে এ দণ্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান খান।
জানা গেছে, লাইসেন্স না থাকার অপরাধে ওই তিন ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা এবং মা এক্স অ্যান্ড প্যাথলজি ল্যাবকে পাঁচ হাজার, মধ্যনগর ডিজিল্যাবকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ ও পুলিশের একটি টিম।
বাংলাদেশ সময় ঘন্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
এসআরএস